ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনাইমুড়িতে ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, অক্টোবর ২৯, ২০১৬
সোনাইমুড়িতে ট্রাকচাপায় পথচারী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাকের চাপায় জালাল উদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আলাউদ্দিন নামে আরোও একজন।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মাইজদী-চাটখিল সড়কের বানুয়াই জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল ওই উপজেলার বারগাঁও ইউনিয়নের মিয়াপুর গ্রামের মৃত জানা মিয়া মোল্লার ছেলে।  

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী বাংলানিউজকে জানান, সকালে রাস্তা পার হচ্ছিলেন জালাল। এসময় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় সেখানে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এতে অটোরিকশার চালক আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।