ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে একব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, অক্টোবর ২৯, ২০১৬
ঝিনাইদহে একব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ২

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামে মোহন মুন্সী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ইস্তেফাপুর গ্রামের হাসানুজ্জামান তিতু (৪৮) ও মুরারীদহ গ্রামের ফজের আলীর ছেলে খোকন আলীকে (২৮) আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে মোহনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার ইস্তেফাপুর গ্রামের হাসানুজ্জামান তিতু ও ফিরোজ আহমেদ ফিদুর সঙ্গে বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে শুক্রবার রাতে ফিদুর সমর্থক মোহন মুন্সী, মুসলিম বিশ্বাসসহ তিনজনের ওপর হামলা চালায় তিতুর সমর্থকরা। এ সময় মোহন মুন্সী ও মুসলিম বিশ্বাস আহত হন।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে মোহনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বিএসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।