ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে ধলেশ্বরীতে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, অক্টোবর ২৮, ২০১৬
না’গঞ্জে ধলেশ্বরীতে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশ।
 
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে বক্তাবলীর লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।


 
ঘটনাস্থলে যাওয়া বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ধারণা করা হচ্ছে, দু’দিন আগে কোথাও ট্রলার ডুবি অথবা লঞ্চ থেকে পড়ে ওই যুবক মারা গেছেন। নিহতের পরনে নীল রংয়ের জিন্স প্যান্ট, সাদা রংয়ের শার্ট রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।