ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাটু‌রিয়ায় প‌রিবহন শ্র‌মিক লীগের ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, অক্টোবর ২৮, ২০১৬
সাটু‌রিয়ায় প‌রিবহন শ্র‌মিক লীগের ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): বাংলাদেশ সড়ক প‌রিবহন শ্র‌মিক লীগ সাটু‌রিয়া উপজেলা শাখার ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে সাটু‌রিয়া উপজেলা আওয়ামী লীগ অ‌ফিসে এ  সভার আয়োজন করা হয়।

এতে সভাপ‌তিত্ব করেন বাংলাদেশ সড়ক প‌রিবহন শ্র‌মিক লীগ সাটু‌রিয়া উপজেলার সভাপ‌তি মো. ফায়দার হোসেন। প‌রিচালনা করেন সংগঠনের সাটু‌রিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. মাসুদ খান জুম্মা।

সভায় প্রধান অ‌তি‌থি ছিলেন- মা‌নিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ‌সি‌নিয়র সহ সভাপ‌তি মো. আব্দুল মান্নান। বিশেষ অ‌তি‌থি ছিলেন- বাংলাদেশ সড়ক প‌রিবহন শ্র‌মিক লীগ মা‌নিকগঞ্জ জেলার সভাপতি আব্দুল ল‌তিফ তোতা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শাখার সভাপ‌তি জুয়েল।
 
এ সময় বক্তব্য রাখেন-স্বেচ্ছাসেবক লীগ সাটু‌রিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. জামান সরকার, বাংলাদেশ সড়ক প‌রিবহন শ্র‌মিক লীগ সাটু‌রিয়া উপজেলার  সহ সভাপ‌তি মোহাম্মদ সোহেল রানা, সহ সভা‌প‌তি আব্দুর র‌শিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।