ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, অক্টোবর ২৮, ২০১৬
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুছাফির ওরফে মুছা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ২টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন শিশুটির মৃত্যু বিষয়টি বাংলানিউজকে জানান।

মুছাফির উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের গোরস্থানপাড়া এলাকার আজিজুল হকের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে বৈদ্যুতিক তার পাড়ার জন্য গাছে উঠলে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয় মুছাফির। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বিএসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।