ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরগুনায় কন্যা অধিকার নিয়ে আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, অক্টোবর ২৮, ২০১৬
বরগুনায় কন্যা অধিকার নিয়ে আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় কন্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালক মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের আয়োজনে কন্যা দিবস পালনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা শিক্ষা অফিসার সুকুমার চন্দ্র হালদার। প্রধান অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভূঞা।

বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. ওসমান ভূইয়া, বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ।

এ সময় বরগুনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।