ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাটু‌রিয়ায় ৬ কৃষকের বাড়িতে ডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, অক্টোবর ২৮, ২০১৬
সাটু‌রিয়ায় ৬ কৃষকের বাড়িতে ডাকাতি

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলায় এক রাতে ৬ জন কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কইজু‌রি গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের মার‌ধরে বুদ্ধু মিয়া (৩০), নাস‌রিন (১৮), ছালাম (১১), জান্নাতুল (১৪) ও সাজাহান নামে ৪ জন আহত হয়। এদের মধ্যে বুদ্ধু মিয়া ও নাস‌রিনকে সাটু‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে কইজু‌রি গ্রামে ১৫/১৭ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন বাড়িতে হান‍া দেয়। তারা কৃষক ‌তোফন আলী, আলমগীর হোসেন, ড়ি জ‌সিম উ‌দ্দি‌ন, মন্টু মিয়া, সাত্তার হোসেন ও সাজাহান আলীর বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ও‌সি) হা‌বিবুল্লাহ সরকার ঘটনার বাংলা‌নিউজকে জানান, য‍াদের বাড়িতে ডা‌কা‌তি হয়েছে তারা সবাই দরিদ্র।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।