ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাঞ্ছারামপুরে সন্ত্রাসীর গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, অক্টোবর ২৮, ২০১৬
বাঞ্ছারামপুরে সন্ত্রাসীর গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপন সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে ঢুকে স্থানীয় এক সন্ত্রাসী তাকে ৬/৭টি গুলি করে পালিয়ে যায়।

তার শরীরে ৪টি গুলি বিদ্ধ হয়েছে।

আহত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর বাংলানিউজকে জানান, রাত ১২টার দিকে ছলিমাবাদ ইউনিয়নের বাসিন্দা চিহ্নিত সন্ত্রাসী বাবু তাদের ঘরের ড্রয়িং রুমে ঢুকে স্বপনকে লক্ষ্য করে ৬/৭টি গুলি করে।

পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, চেয়ারম্যান স্বপন সন্ত্রাসী বাবুকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। তার বাবুকে আটকের চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।