ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, অক্টোবর ২৮, ২০১৬
কালিয়াকৈরে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাওলা সোনাদিয়া বিল থেকে প্রান্ত সাহ্ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

প্রান্ত সাহ্ কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার উত্তম সাহ্ ছেলে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল তায়াদির বাংলানিউজকে জানান, কালিয়াকৈর নাওলা সোনাদিয়া বিলে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

তিনি আরও জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ওই বিলে ফেলে গেছে। প্রান্ত সাহ্  স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।

স্কুলছাত্র প্রান্ত সাহ্ বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিখোঁজ হয়। তবে এব্যাপারে তার পরিবারের কেউ পুলিশকে জানায়নি। এঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোরব ২৮, ২০১৬
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।