ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইন্দোনেশিয়া সফরে  খুলনা প্রেসক্লাব প্রতিনিধি দল

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, অক্টোবর ২৮, ২০১৬
ইন্দোনেশিয়া সফরে  খুলনা প্রেসক্লাব প্রতিনিধি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ইন্দোনেশিয়া সফরে গেলেন খুলনা প্রেসক্লাবের ১৩ সদস্যের প্রতিনিধি ‍দল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত  রাত ১২টা ৫০ মিনিটে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশে তাদের বহনকারী প্লেনটি ঢাকা ত্যাগ করে।

খুলনা প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও ক্লাব সদস্যদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করতে এ বিদেশ সফরের আয়োজন করা হয়েছে।

ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের নেতৃত্বে ইন্দোনেশিয়া সফরে দেশটির বিভিন্ন ঐতিহাসিক ও বিখ্যাত স্থাপনা পরিদর্শন করবেন প্রতিনিধিদলের ১৩ সদস্য।  

এছাড়া পর্যটন শহর বালিসহ অন্যান্য বিখ্যাত স্থাপনা, রাজধানী জাকার্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে আসছে ১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।  

প্রতিনিধি দলে রয়েছেন-খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, যুগ্ম সম্পাদক মো. তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রাশিদুল ইসলাম, নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, সদস্য মো. আবু তৈয়ব, মো. মোস্তফা সরোয়ার, রকিব উদ্দিন পান্নু, শেখ মাহমুদ হাসান সোহেল  ও মো. হুমায়ুন কবীর।  
 
বাংলাদেশ সময়:  ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।