ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হরি কিশোর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, অক্টোবর ২৮, ২০১৬
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হরি কিশোর আহত

রাঙামাটি: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হরি কিশোর চাকমা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভেদভেদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে অবস্থানরত তার স্বজনরা জানান, বনরূপা থেকে বাড়ি ফেরার পথে ভেদভেদী নামক স্থানে দ্রুত গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা বাংলানিউজকে জানান, সাংবাদিক হরি কিশোর চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।