ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১০, অক্টোবর ২৮, ২০১৬
বরিশালে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

বরিশাল: বরিশাল জেলার বাবুগঞ্জ থেকে ইয়াবা ট্যাবলেটসহ সোহেল সরদার (২৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৮)।

 

সোহেল গৌরনদী উপজেলার সরিকল গ্রামের আবুল হাশেম সরদারের ছেলে।


 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে র‌্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, তিনি বাবুগঞ্জে পাইকারী ও খুচরা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে থাকেন।
 
বাংলাদেশ সময় : ০৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬

এমএস/আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।