ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চান্দিনায় দুই লাখ টাকার জাল নোটসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, অক্টোবর ২৭, ২০১৬
চান্দিনায় দুই লাখ টাকার জাল নোটসহ আটক ১

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালিয়ে সোয়া দুই লাখ টাকার জাল নোটসহ ইমরান মাহমুদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

ইমরান পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলার পইকখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে সোয়া দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দিনা থাকায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।