ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহী কিংস’র মেগা কনসার্ট শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, অক্টোবর ২৭, ২০১৬
রাজশাহী কিংস’র মেগা কনসার্ট শনিবার

রাজশাহী: রাজশাহী কিংসের আয়োজনে আগামী ২৯ অক্টোবর (শনিবার) দুপুর আড়াইটা থেকে শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এই কনসার্ট উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

কনসার্টে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ডদল এলআরবি, মমতাজ, নেমেসিস, রিংকুসহ বেশ কিছু তারকা শিল্পী।

২শ’ টাকা মূল্যের কনসার্টের টিকিট কিনলেই রাজশাহী কিংসের একটি করে জার্সি ফ্রি পাওয়া যাবে।

এদিকে, কনাসার্ট উপলক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক টাইম লাইনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এছাড়া বিভিন্ন মাধ্যমেও কনসার্ট উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে রাজশাহী কিংস খেলবে সপ্তম দল হিসেবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি শামীম আহসান রাজশাহীর মালিকানা কিনেছেন।

এই আসরে আপাতত সেমিফাইনালকেই টার্গেট করেছেন রাজশাহী কিংস’র প্রধনা কোচ সারোয়ার ইমরান।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।