ঢাকা: গণপরিষদ বা প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে নবম জাতীয় সংসদ পর্যন্ত স্পিকারের দেওয়া সকল রুলিং লিপিবদ্ধ করা হচ্ছে। এ লক্ষ্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর গঠন করে দেওয়া কমিটি সকল সংসদে স্পিকারের রুলিংগুলো যাচাই-বাছাই করছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংসদ ভবনে রুলিং যাচাই-বাছাই কমিটির দ্বিতীয় বৈঠকে প্রথম জাতীয় সংসদ বা গণপরিষদ এবং দ্বিতীয় জাতীয় সংসদের রুলিংগুলো নিয়ে আলোচনা হয়েছে। এ দুই সংসদে মোট ২০টি রুলিং পাওয়া যায়।
‘জাতীয় সংসদের স্পিকারের রুলিং (১৯৭৩-২০১৩)’ সংকলনের পাণ্ডুলিপি অধিকতর পরীক্ষাকরণ সংক্রান্ত কমিটির বৈঠকে যেসব রুলিং কার্যবিবরণীতে লিপিবদ্ধ ছিলো, সেগুলো নিয়ে আলোচনা হয়। এর মধ্যে কয়েকটি রুলিং বাদ পড়েছে বলে জানা গেছে।
কমিটির সভাপতি কর্নেল (অব.) শওকত আলী বাংলানিউজকে জানান, ‘আমরা গণপরিষদ থেকে নবম সংসদ পর্যন্ত সবগুলো রুলিং দেখবো। এর মধ্যে যেটি রুলিং হিসেবে গণ্য হবে, সেটি পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ করা হবে। আর যেগুলো স্টেটমেন্ট, সেগুলো বাদ যাবে। বৃহস্পতিবারের দ্বিতীয় বৈঠকে কয়েকটি রুলিং বাদ দেওয়া হয়েছে’।
খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি ৪টি রুলিং বাদ দিয়েছে। যেগুলো আসলে রুলিং না, সেগুলো স্টেটমেন্ট হিসেবে গণ্য করা হবে।
বৈঠকে প্রথম জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পাণ্ডুলিপিতে সর্বমোট ৬টি রুলিং পাওয়া যায়। রুলিংগুলো হচ্ছে- ব্যক্তিগত ব্যাখ্যা দান, প্রধানমন্ত্রীর মর্যাদা, মনোযোগ আকর্ষণকারী বিষয় পুনরুত্থাপন, সংসদে রেলওয়ে বাজেট পেশ সম্পর্কিত বৈধতার প্রশ্ন, সংসদের বৈঠক বিরতির বিষয়ে বৈধতার প্রশ্ন এবং রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত বৈধতার প্রশ্ন সংক্রান্ত রুলিং।
দ্বিতীয় জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পাণ্ডুলিপিতে সর্বমোট ১৪টি রুলিং পাওয়া যায়। এর মধ্যে রয়েছে- সংসদ সদস্যদের বিশেষ অধিকার (নামের বিষয়ে), সংসদ সদস্যদের বিশেষ অধিকার (নিমন্ত্রণের বিষয়ে), বৈধতার প্রশ্নে বিশেষ অধিকারের প্রশ্ন উত্থাপন, সংসদীয় রীতি এবং কার্যপ্রণালী বিধির অগ্রাধিকার, বিশেষ অধিকারের নোটিশের বিষয়, বিভিন্ন নোটিশ নিষ্পত্তির বিষয়, প্রশ্নোত্তরকালে মন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে বিশেষ অধিকার ক্ষুন্ন হওয়া, মন্ত্রী হওয়ার পর সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বহাল থাকা, নির্বাচনকালে বিশেষ অধিকার ক্ষুণ্নের সপক্ষে সাক্ষ্য-প্রমাণবিহীন অভিযোগ, দিনের কার্যসূচিতে মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি, মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ সম্পর্কে বৈধতার প্রশ্ন সংক্রান্ত রুলিং।
এসব রুলিং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও হুইপ মো. শহীদুজ্জামান সরকার এবং ফজিলাতুন নেসা বাপ্পি। কমিটির অন্য দুই সদস্য অধ্যাপক আলী আশরাফ ও কাজী ফিরোজ রশিদ দ্বিতীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএম/এএসআর