ঝিনাইদহ: ঝিনাইদহে হাইকোর্টের জাল সিল, ভুয়া নিয়োগপত্র ও স্ট্যাম্পসহ রিপন জোয়ার্দ্দার নামে এক প্রতারককে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের আরাপপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি কালীগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের খলিল জোয়ার্দ্দারের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতরণা করে আসছিলেন রিপন।
খবর পেয়ে বিকেলে শহরের আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হাইকোর্টের একটি জাল সিল, ভুয়া নিয়োগপত্র ও স্ট্যাম্প জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি