ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে অস্ত্র-বোমাসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, অক্টোবর ২৭, ২০১৬
ঝিনাইদহে অস্ত্র-বোমাসহ সন্ত্রাসী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে অস্ত্র, গুলি ও বোমাসহ আসমত আলী নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি সদর উপজেলার মাইধরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে শহরের বাইপাস এলাকায় অভিযান চালায় ৠাব। এসময় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার প্রস্তুতিকালে দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২টি হাসুয়া ও ২টি বোমা সদৃশ্য বস্তুসহ তাকে আসমতকে আটক করা হয়।

আসমতের বিরুদ্ধে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।