কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে চার মাদকসেবীকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মো. ফারুকে (৩২) এক বছর, মো. বাবুলকে (২২) ছয় মাস, মো. জুম্মনকে (২১) এক মাস করে কারাদণ্ডাদেশ ও মো. বশির উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অঞ্জন কুমার সরকার বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মাদক সেবনের সময় চার যুবককে আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।
বাংলাদশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/পিসি