ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জেলেদের নিয়ে ভোলায় সচেতনতা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, অক্টোবর ২৭, ২০১৬
জেলেদের নিয়ে ভোলায় সচেতনতা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকতে জেলে ও তাদের পরিবারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে মৎস্য অধিদপ্তর ও ওয়াল্ডফিশের ইকোফিশ প্রকল্পের আয়োজনে স্থানীয় তুলাতলী বাজারে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন- সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপস্থাপনা করেন- ইকোফিশ প্রকল্পের ম্যানেজার সোহেল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার দেবায়ন, মদনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন, কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মাস্টার, ইকোফিশ প্রকল্পর টিমলিডার ইকতেখারুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।