ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কওমী সনদের স্বীকৃতি দাবিতে গোপালগঞ্জে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, অক্টোবর ২৭, ২০১৬
কওমী সনদের স্বীকৃতি দাবিতে গোপালগঞ্জে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও কওমী সনদের স্বীকৃতি দাবিতে গোপালগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে স্থানীয় পৌর পার্কে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা এ সমাবেশের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন- কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা, বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি রুহুল আমীন।

সেখানে বক্তব্য রাখেন- কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব হযরত মাওলানা শামসুল হক, মিরপুর মাদ্রাসার মোহতামিম ও কওমী সনদ সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ, কওমী সনদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা এমরান সরদার, হযরত মাওলানা হাফিজুর রহমান, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা আনিচুজ্জামান সিকদার, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।