কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে একাধিক মামলার আসামি মো. মমিন হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জিনজিরা বাজারের কালাচাঁন প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জিনজিরা হুক্কাপট্টি এলাকার হাবিব মিয়ার ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাৎ আলী আনসারী বাংলানিউজকে জানান, কালাচাঁন প্লাজার গোবিন্দ জুয়েলারি দোকানে ডাকাতিতে জড়িত সন্দেহে মমিনকে গ্রেফতার করা হয়েছে। মমিন ডাকাতিসহ একাধিক মামলার আসামি।
২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাজার এলাকার কালাচাঁন প্লাজার নিচ তলার গোবিন্দ জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা ওই দোকান থেকে প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি