ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘কায়ান্ট’র প্রভাব: আগামী ২৪ ঘণ্টায় কমবে বৃষ্টিপাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, অক্টোবর ২৭, ২০১৬
‘কায়ান্ট’র প্রভাব: আগামী ২৪ ঘণ্টায় কমবে বৃষ্টিপাত

ঢাকা: ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টায় কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



আবহাওয়াবিদ বজলুর রশিদ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশের দিকে যাচ্ছে।



এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এদিন ভোর থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেলে মিরপুর, আগারগাঁও, বনানী, বারিধারাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৯ মিলিমিটার, ফরিদপুরে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

আবহায়াবিদ আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, চলমান আবহাওয়া শুক্রবার উন্নতি হবে। তবে আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সকাল ৯টায় একই জায়গায় গভীর নিম্নচাপে পরিণত হয়। এর গতিবেগ ছিলো ঘণ্টায় ১৯ কিলোমিটার।

আবহাওয়া পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো আরও বলছে, ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কায়ান্টের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার, বিকেল সাড়ে ৫টায় ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার, এদিন রাতেও অবস্থা অপরিবর্তীত থাকবে। পরদিন ২৮ অক্টোবর ভোরে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ এবং দুপুরে ২৫ থেকে ৪৫ হতে পারে।

** মেঘলা থাকবে আরও দু’দিন, বজ্রপাত কোথাও কোথাও

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।