ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিংড়ায় ৪ জেলেকে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, অক্টোবর ২৭, ২০১৬
সিংড়ায় ৪ জেলেকে জেল-জরিমানা

নাটোর: নাটোরের সিংড়ায় নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে ৪ জেলেকে ১ মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এ জেল-জরিমানার আদেশ দেন।

এর আগে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কতুয়াবাড়ি চরপাটকোল ব্রিজের কাছে আত্রাই নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার কতুয়াবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আব্দুর রহিম (৩৮), মাধু প্রামাণিকের ছেলে কাজেম আলী (৪৩), আলাউদ্দিনের ছেলে রাজু (২৮) ও আক্কেল প্রামাণিকের ছেলে মোবারক হোসেন (৩৪)।

র‌্যাব-৫ এর নাটোর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিরা বর্ষাকালের শুরু থেকেই নদীতে বাঁশ দিয়ে অবৈধ সোঁতি জাল বসিয়ে মাছ শিকার করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে ৪ জেলেকে আটক করা হয়।

এছাড়া ওই এলাকার প্রভাবশালীদের হাত থেকে ৬টি বড় বড় বাঁধ মুক্ত করা হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে প্রায় ২৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ৫০ কেজি মাছ এতিমখানা ও মসজিদে বিতরণ করা হয়।

পরে আটক ৪ জন জেলেকে বিকেল ৫টার সময় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১ মাস করে জেল এবং ৫ হাজার টাকা  করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।