লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে শতাধিক রড ও দেশি অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বুড়িমারী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) ও একই এলাকার বাসিন্দা রেজাউল করিম রুমেল (৪৮) এবং একই ইউনিয়নের কামারহাট এলাকার মৃত আছিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (২৭)।
পুলিশ জানায়, ৩১ অক্টোবর বুড়িমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে একটি গ্রুপ বুড়িমারী বাজারের কামার হাফিজুর রহমানের দোকানে দেশি অস্ত্র তৈরি করাচ্ছিল। এই গ্রুপের অন্যতম সদস্য রুমেল। খবর পেয়ে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে হাফিজুর ও রেজাউল করিম রুমেলকে আটক করে। এই সময় ওই দোকানে তল্লাশি চালিয়ে বেশ কিছু রাম দা’ ও শতাধিক লোহার রড উদ্ধার করা হয়। এসব লোহার রড দিয়ে তৈরি হতো দেশি অস্ত্র।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, প্রকৃত অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম ঘটনার বলেন, বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট হওয়ায় অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসআই