ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে শিশু ধর্ষক সাইফুল ৭ দিনের রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, অক্টোবর ২৭, ২০১৬
পার্বতীপুরে শিশু ধর্ষক সাইফুল ৭ দিনের রিমান্ডে

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

 

এর আগে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পার্বতীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) স্বপন কুমার চৌধুরী ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে মামলা করে শিশুটির বাবা। সোমবার (২৪ অক্টোবর) রাতে দিনাজপুর শহর থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। অপর আসামি আফজাল এখনও পলাতক।

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) শিশুটি নিখোঁজ হয়। পরদিন ভোরে শিশুটিকে তার বাড়ির কাছে হলুদক্ষেতে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।