ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ত্রিশালে স্যানিটেশন সচেতনতা বাড়াতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, অক্টোবর ২৭, ২০১৬
ত্রিশালে স্যানিটেশন সচেতনতা বাড়াতে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় স্যানিটেশন বিষয়ে প্রচার ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর শহরের গুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে এ র‌্যালির নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস, সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা, স্যানিটারি ইনিস্পেক্টর জেসমিন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএএএম/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।