ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের সন্তানদের নিয়ে শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ অক্টোবর)।
এদিন ভোর ৬টায় মিনি ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হবে।
প্রতিযোগিতার মধ্যে সকাল ৯টায় শুরু হবে- দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, যেমন কিছু সাজো ইত্যাদি।
আন্তর্জাতিক বিচারক হারুনুর রশীদের পরিচালনায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সকাল ১০টায় উদ্বোধন করবেন দাবা প্রতিযোগিতার।
এছাড়া বেলা ১১টায় শুরু হবে স্পেড ট্রাম্প প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন।
দুপুর ১২টায় শুরু হবে নারীদের পিলো পাসিং ও দড়ি টানাটানি প্রতিযোগিতা।
মধ্যাহ্নভোজের পর শিশু আনন্দমেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএস/ওএইচ/এসএনএস