ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুকসুদপুরে মাইক্রোবাসচাপায় ‍শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, অক্টোবর ২৭, ২০১৬
মুকসুদপুরে মাইক্রোবাসচাপায় ‍শিশু নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় তানিম আব্দুল্লাহ (০৪) নামে একটি শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিম উপজেলার প্রভাকরদী গ্রামের আবু রাসেল সিদ্দিকীর ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ফুফুর বাড়িতে যাচ্ছিল তানিম। এসময় উপজেলা পরিষদের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মাইক্রোবাসসহ চালক এসকেন আলীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।