ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, অক্টোবর ২৭, ২০১৬
আড়াইহাজারে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার জালাকন্দি গোরস্থান এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে স্থানীয়দের খবরে তিনটি মাথার খুলিসহ কঙ্কালগুলো উদ্ধার করা হয়।

 

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান,  উদ্ধারকৃত কঙ্কালগুলোর মধ্যে তিনটি মাথার খুলি এবং বাকীগুলো দেহের বিভিন্ন অংশের দেহের বিভিন্ন অংশের কঙ্কাল।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, কঙ্কালগুলো দীর্ঘ দিন আগের হতে পারে। ধারনা করা হচ্ছে, এগুলো চুরি করার জন্য বস্তার ভেতর রাখা হয়েছিল। কোনো কারণে এগুলো ফেলে রাখা হয়েছে।  

এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬ 
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।