ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চীন গেলেন বিমানবাহিনী প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, অক্টোবর ২৭, ২০১৬
চীন গেলেন বিমানবাহিনী প্রধান

ঢাকা: বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এক সপ্তাহের সরকারি সফরে বুধবার (২৬ অক্টোবর) রাতে চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিমানবাহিনী প্রধানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী বেগম তাসনীম এসরার ও দুই সদস্যের একটি বিএএফ প্রতিনিধিদল।

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান পি এল এ বিমানবাহিনী আয়োজিত ১১তম চায়না আর্ন্তজাতিক এয়ার-শো এবং ইন্টারন্যাশনাল মিলিটারি ফ্লাইট অ্যান্ড ট্রেইনিং কনফারেন্সে অংশ নেবেন।

এছাড়াও তিনি চীনের পিএলএ বিমানবাহিনীর কমান্ডার জেনারেল মাও জিয়াওতিয়ান এবং  ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। মতবিনিময় করবেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে।

আগামী ৪ নভেম্বর তিনি দেশে ফিরবেন।

বিমানবাহিনী প্রধানের চীন সফর দু’দেশের সামরিক বাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।