ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় বাইসাইকেল র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, অক্টোবর ২৭, ২০১৬
গাইবান্ধায় বাইসাইকেল র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে গাইবান্ধায় বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সুন্দরবন রক্ষা আন্দোলন গাইবান্ধা কমিটির আয়োজনে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

র‌্যালির উদ্বোধন করেন- তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য আহসানুল হাবীব সাঈদ।

র‌্যালির পূর্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সংগঠক মিজানুর রহমান, সুন্দরবন রক্ষা আন্দোলনের উদ্যোক্তা মাহবুব আলম মিলন, শাহীন আলম, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামিম আরা মিনা ও সাধারণ সম্পাদক পরমানন্দ দাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।