সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ফেনসিডিলসহ ওয়াহেদুল ইসলাম (৪৫) ও ফজলে রাব্বী (২০) নামে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের উপকন্ঠে ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলসহ বাবা ও ছেলেকে আটক করে পুলিশ। এসময় তাদের মোটরসাইকেলে থাকা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক বাবা-ছেলের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরের উত্তর ভবানীপুর গ্রামে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএ