ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ২৬ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, অক্টোবর ২৭, ২০১৬
রাজধানীতে ২৬ মাদক বিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জান‍ান।

এর ‍আগে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের পরে তাদের কাছে থেকে ৪০৪ পিস ইয়াবা, ৫০ পুরিয়া (৩৫২ গ্রাম) হেরোইন, ৪ কেজি ৯শ’ গ্রাম গাঁজা, ১১০ অ্যাম্পল ইনজেকশন, ৪২০ বোতল ফেনসিডিল ও ৮ বোতল দেশি (বাংলা) মদ জব্দ করে পুলিশ।

অভিযানে মহানগর পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অংশ নেয়। আটক ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে, জানান হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।