ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পরে তাদের কাছে থেকে ৪০৪ পিস ইয়াবা, ৫০ পুরিয়া (৩৫২ গ্রাম) হেরোইন, ৪ কেজি ৯শ’ গ্রাম গাঁজা, ১১০ অ্যাম্পল ইনজেকশন, ৪২০ বোতল ফেনসিডিল ও ৮ বোতল দেশি (বাংলা) মদ জব্দ করে পুলিশ।
অভিযানে মহানগর পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অংশ নেয়। আটক ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে, জানান হাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেএ/এটি