ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তানোরে ডিপ-টিউবওয়েল লাইনম্যানের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, অক্টোবর ২৭, ২০১৬
তানোরে ডিপ-টিউবওয়েল লাইনম্যানের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর তানোরে আকবর আলী (৫৫) নামে এক ডিপ-টিউবওয়েল লাইনম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের সরকুড়া গ্রামে ক্ষেত্রের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকবর আলীর বাড়ি একই ইউনিয়নের মালশিরা গ্রামে। বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

রাজশাহীর তানোর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আবদুস সবুর বাংলানিউজকে বলেন, স্থানীয়রা ক্ষেত্রের আইলে আকবর আলীর মরদেহ দেখতে পান। পরে ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন থানায় খবর দেন। পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি বলেন, আকবর আলী বুধবার রাতেও বেশ কয়েকজন কৃষকের জমিতে পানি সেচ দিয়েছেন বলে জানা যায়। এ সময় কোনো কৃষকের সঙ্গে আকবরের কিছু হয়েছে কি না বা কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।