ঢাকা: তিস্তার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন বিষয়ে আশাবাদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত সফর করলে ইতিবাচক কিছু আসবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতীয় হাইকমিশনারে সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা না হলেও ওবায়দুল কাদের বলেন, পানি বন্টন নিয়ে আমরা আশাবাদী, আলোচনার পর্যায়ে রয়েছে।
‘আমার মনে হয়, প্রধানমন্ত্রীর আগামী ডিসেম্বরে ভারত সফর করার কথা রয়েছে। তখন হয়তো ইতিবাচক কিছু আসবে বলে আশা করছি। অথবা ইতিবাচক একটা অগ্রগিত হবে তিস্তা এবং ফেনীর অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা নিয়ে। ’
তিনি বলেন, এখন আমাদের নিজেদের মধ্যে মাইন্ডসেট ঠিক আছে, ভারতের কেন্দ্রীয় সরকারের তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে আপত্তি আছে বলে আমাদের জানা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকারের বিধান সভা নির্বাচনের আগে হয়তো তাদের কিছু সমস্যা ছিল, আমার মনে হয় দ্যাট প্রবলেম ইজ ওভার নাউ। এখন অগ্রগতি হচ্ছে, হয়তো এক সময় সমাধান হয়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, আমি দলের সাধারণ সম্পাদক হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে ভারতের রুলিং পার্টিসহ অন্য দলের সঙ্গে পার্টি টু পার্টি, পিপল টু পিপল রিলেশনশিপ, কানেকটিভিটি আরও সুদৃঢ় হবে। এটিই আশাবাদ ব্যক্ত করেছি।
সোনায় সোহাগা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কাজের হেরফের হচ্ছে- কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমার একটা ফাইল বাকি আছে কিনা জিজ্ঞাস করেন? পড়ে আছে কিনা, যেটা দেখতে পারিনি বা সই করিনি।
‘আমার সুবিধাই হলো, আমি তো বলেছি, আমি রাস্তা দেখতে গিয়ে ব্রিজ দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখবো, আবার আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখবো, ব্রিজ দেখবো। ভালই হলো, সোনায় সোহাগা। ’
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআইএইচ/জেডএস