গাইবান্ধা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম এ জরিমানার টাকা আদায় করেন।
অর্থদণ্ড প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আব্দুর রশিদ মিয়া (প্রতীক: নৌকা), রফিকুল ইসলাম রঞ্জু (প্রতীক: লাঙ্গল) ও আসাদুজ্জামান (প্রতীক: ঘোড়া)।
ইউএনও হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দেয়ালে পোস্টার সাঁটানানো ও আইন ভেঙে জনসভা করায় তিন চেয়ারম্যান প্রার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় এতোদিন এই ইউনিয়নে নির্বাচন হয়নি। জটিলতা নিরসন হওয়ায় ৩১ অক্টোবর এই ইউনিয়নে নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ৯৯৭ ও নারী ভোটার সাত হাজার ৩৯১ জন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসআই