চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পলসা সড়কের কল্যাণপুর এলাকায় ট্রাকের চাপায় আমিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে কল্যাণপুর এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই মোটরসাইকেল আরোহী আমিন। এ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বিএসকে/এসআই