লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের এন আহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ঢুকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে আহত করার ঘটনায় নিজাম উদ্দিন ও জয় নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে শহরের বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার (২৬ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরো ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছিল সাবিহা আফরিন নামে ওই ছাত্রী। দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে ঢুকে নিজাম উদ্দিন ও জয়সহ ৪/৫ জনের একদল সন্ত্রাসী ওই ছাত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা আহত ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
সহপাঠী ববি আক্তারের সঙ্গে মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবিহা আফরিনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ববির স্বজনরা এ ঘটনা ঘটায় বলে জানান ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ছাত্রীকে মারধর করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএ