ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, অক্টোবর ২৭, ২০১৬
নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর: নাটোরে আসমা বেগম (২০) নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী হাসান আলীকে (২৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

 

 
এছাড়া এই হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণ না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হাসান আলী জেলার সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের আনোয়ার আকন্দ কমলের ছেলে।

মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- হাসান আলীর বাবা আনোয়ার আকন্দ কমল (৫৫), মা হাসিনা বেগম (৪৫), বোন আঞ্জুয়ারা বেগম (২৮) ও ভগ্নিপতি আব্দুল হাকিম (৪০)।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি বাংলানিউজকে জানান, আসমার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে। তার কোনো আত্মীয়-স্বজন নেই। ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে হাসান আলীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় হাসান তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি চলে আসেন। এর পর থেকে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ৭ জুলাই রাতে আসমাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়। পরে মৃতদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রচার করা হয়। এসময় প্রতিবেশীদের সন্দেহ হলে তারা হাসানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাসানকে আটক করে।

পরে ওই দিনই প্রতিবেশী মফিজ উদ্দিন বাদী হয়ে হাসানসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬/আপডেট: ১৬৪৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।