ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, অক্টোবর ২৭, ২০১৬
রংপুরে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর গ্রেফতার

রংপুর: নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোকলেছুর রহমান তরুকে (৪৫) চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে খটখটিয়া এলাকা থেকে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বেসরকারি ল্যাবএইড হাসপাতালে হাসপাতালে চাঁদা দাবি ও প্রতি মাসে চাঁদা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ল্যাবএইড হাসপাতালের ম্যানেজার মো. ফরিদ আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রংপুর কোতেয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম বাংলানিউজকে দুপুর ১২টায় এ তথ্য জানান।

তিনি বলেন, ল্যাবএইড হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে কাউন্সিলর মো. মোকলেছুর রহমান তরুকে। বেলা ১১টায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।