আশুলিয়া, সাভার: আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ জাফর মিয়ার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাফরের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রুইয়ের নাগ এলাকায়। তিনি আশুলিয়ার একটি কারখানার সিকিউরিটি গার্ড। জাফরের মামাতো ভাই মো. আলী জাফরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
শনিবার সকালে জাফর চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় মোবাইল ফোনটি বিস্ফোরিত হলে জাফর ও তার স্ত্রী দুলালী দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় জাফর মিয়ার শরীরের ৭২ শতাংশ ও দুলালির শরীরের ২৫ শতাংশ জলসে যায়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসআই