ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাবতলী থেকে হেমায়েতপুর পর্যন্ত যানজট, ভোগান্তিতে যাত্রীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, অক্টোবর ২৭, ২০১৬
গাবতলী থেকে হেমায়েতপুর পর্যন্ত যানজট, ভোগান্তিতে যাত্রীরা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে রাজধানীতে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।

যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালের দিকে ‍একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  বাড়ছে যানজটের তীব্রতা।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনেসপেক্টর (টিআই) ফরহাদ হায়দার বাংলানিউজকে বলেন, ঢাকা মেট্রোর ভেতরে কোনো গাড়ি ঢুকতে পারছে না। সকাল থেকে বৃষ্টি থাকায় এ যানজটের সৃষ্টি হয়ে থাকতে পারে। ধানমন্ডি ২৭ পর্যন্ত এই যানজট রয়েছে বলেও জানান তিনি।

তবে সাভারের দিকে সড়ক সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এখানে কোনো প্রকার যানজট নেই। যানজট নিরসনে ডিএমপির পাশাপাশি তারাও কাজ করে যাচ্ছেন বলেও জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।