ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে ২ ট্রাকের ধাক্কায় হিউম্যান হলার চালক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, অক্টোবর ২৭, ২০১৬
রূপগঞ্জে ২ ট্রাকের ধাক্কায় হিউম্যান হলার চালক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের ধাক্কায় নাদিম মিয়া (২২) নামে এক হিউম্যান হলার (লেগুনা) চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লেগুনায় থাকা আরো চার যাত্রী।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মিয়া উপজেলার বিশ্বরোড খালপাড় এলাকার ইমান আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, সকাল ৯টার দিকে যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশ থেকে দু’টি ট্রাক এসে যাত্রীবাহী লেগুনাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক নাদিম মিয়া নিহত হন। এসময় আহত হন আরো চার যাত্রী। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

দুর্ঘটনার পর দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলেও জানান এসআই।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।