ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চৌগাছায় সেই এএসআইসহ ২ পুলিশ সদস্য ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, অক্টোবর ২৭, ২০১৬
চৌগাছায় সেই এএসআইসহ ২ পুলিশ সদস্য ক্লোজড

যশোর: যশোরের চৌগাছায় এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল সরজিৎ বিশ্বাসকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বাংলানিউজকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার ও সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী রাতে চৌগাছায় এসে যশোরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল সরজিৎ বিশ্বাসকে ক্লোজ করেন। এছাড়া ঘটনাটি তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

বৈঠকে চৌগাছা পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, চৌগাছা বাজারের সুপার ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাবন কুমার। দুপুরে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে চৌগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল এক সোর্সের মাধ্যমে তার দোকানে ১০ পিস ইয়াবা রেখে যান। এর পরপরই এএসআই সিরাজুল ওই দোকানে এসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করার ভান করে রাবনকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। এসময় রাবন নিজেকে নির্দোষ দাবি করে চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ জনগণ এসে ওই দোকানে থাকা সিসি ক্যামেরা পরীক্ষা করার দাবি তোলেন। সিসি ক্যামেরা দেখার দাবি ওঠার সঙ্গে সঙ্গে রাবনকে ছেড়ে দিয়ে এএসআই সিরাজুল তার সোর্সকে নিয়ে চলে যেতে চান। তার এ অপকর্ম ফাঁস গেলে জনগণ এএসআই ও তার সোর্সের ওপর চড়াও হন। এসময় জনতার পিটুনি খেয়ে দ্রুত গাড়িতে করে চলে যান তারা।

এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ইউজি/এসআই

**
চৌগাছায় সিসি ক্যামেরার কল্যাণে এএসআইয়ের অপচেষ্টা ফাঁস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।