ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নার্গিসকে কেবিনে দেওয়া হবে বৃহস্পতিবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, অক্টোবর ২৬, ২০১৬
নার্গিসকে কেবিনে দেওয়া হবে বৃহস্পতিবার 

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কেবিনে দেওয়া হবে।  
 
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান নার্গিসের বাবা মাসুক মিয়া।


 
তিনি জানান, দুপুর থেকে অপেক্ষার পর রাত সোয়া ৯টার দিকে  নার্গিসের সঙ্গে দেখা হয়েছে। বৃহম্পতিবার তাকে কেবিনে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।  
 
মাসুক মিয়া বলেন, নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার (নার্গিস) অবস্থা আরো ভালো হবে।  
 
নার্গিসের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক মির্জা নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রতিদিনই একটু একটু করে নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে সম্পূর্ণ ‘মেডিকেল পুর্নবাসনে’ রাখা হয়েছে।  
 
গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে নার্গিসকে কুপিয়ে জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদে জেগে ওঠে সিলেটসহ সারাদেশ।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।