ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন দেশ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, অক্টোবর ২৬, ২০১৬
সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন দেশ নেই

ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন দেশ নেই, সীমা নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, বিশ্বের সব জায়গাতেই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিস ও পুলিশ স্টাফ কলেজের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। পাঁচ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কনস্টবল হতে পুলিশ সুপার পদমর্যাদার মোট ২৫ জন সদস্য অংশ নেন।

আইজিপি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের অনেক সাফল্য রয়েছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠন করতে সক্ষম হয়েছি। জনগণও এখন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে আইজিপি বলেন, দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনে কাজ করছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের জন্য এ ধরণের প্রশিক্ষণ চালু রাখার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, নিয়মিত চর্চা ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস. মার্সিয়া বার্নিকাট বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করছে।

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর ডা. এম সাদিকুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি মো. সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।