ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জীবন শেষ করে এমন বদঅভ্যাস করবে না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, অক্টোবর ২৬, ২০১৬
জীবন শেষ করে এমন বদঅভ্যাস করবে না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্রলীগের প্রতিটি ছেলেমেয়েকে আদর্শবান নেতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, পড়াশোনা করতে হবে।

ইতিহাস ভালোভাবে পড়তে হবে। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই জানবে, তিনি কীভাবে ত্যাগ স্বীকার করে এই সংগঠন (আওয়ামী লীগ) গড়ে তুলেছেন।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে গণভবনে অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হতে হবে। কেউ যেন বিপথে না যায়, তা দেখতে হবে। জীবনে কী পেলাম, না পেলাম সে চিন্তা করা যাবে না। কাজ করে যেতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। অসৎ পথে চালার পথ আমাদের না, আমাদের চলতে হবে একটা নীতি নিয়ে, আদর্শ নিয়ে। রাজনৈতিক নেতা হলে দেশের কথা আগে চিন্তা করতে হবে, খেয়াল রাখতে হবে মানসিক দৈন্য যেন পেয়ে না বসে।
সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কেউ মাদকাসক্ত যেন না হয়। প্রত্যেকেই যেন সুস্থ জীবনযাপন করতে পারে। যা মানুষের জীবনটাকে শেষ করে দেয়, সেই বদঅভ্যাস করার দরকারটা কী!

জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে ছাত্রলীগ নেতা-কর্মীদের কাজ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো রকম সন্ত্রাস এবং জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না; এটি আমরা ঘোষণা দিয়েছি। বাংলাদেশ হবে, দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ, শান্তিপূর্ণ দেশ। এছাড়া নেতাদের শুধু বক্তৃতা দিলে হবে না, কার্যকর করতে হবে।

দারিদ্র্য বিমোচনে সরকারের সফলতা তুলে ধরে তিনি বলেন, এই হার ২২ দশমিক চার শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য, বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না। দরিদ্র্য মানুষকে আমরা সার্বিক ভাগে সহযোগিতা করবো।

ছাত্রলীগ নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় গৃহহারা মানুষের তালিকা তৈরির নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, তোমাদেরকেও বলবো, যখন তোমরা বাড়িতে যাবে, কোথাও কোনো মানুষ গৃহহারা আছে কিনা বা ভূমিহীন আছে কিনা, কোনো মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে কিনা- দেখবে। আমি তাদের নাম চাই, আমি তাদের হিসাব চাই। কারণ, কেউ এই মাটিতে, বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

***আরও পড়ুন: জীবনে কী পেলাম চিন্তা করা যাবে না
***‘যাদের জন্ম বাংলাদেশে না, তারা দেশকে ভালোবাসতে পারে না’

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।