ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ক‍াভার্ডভ্যান চাপায় নারী নিহত, অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, অক্টোবর ২৬, ২০১৬
গাজীপুরে ক‍াভার্ডভ্যান চাপায় নারী নিহত, অবরোধ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় ইশরাত জাহান (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক মারা গেছেন।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটলে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে কারখানার শ্রমিকরা।

দ্যা ওয়েলটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ইশরাত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সেলিম মিয়ার স্ত্রী।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান পোশাক শ্রমিক ইসরাতকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর প্রতিবাদে শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, বলেন হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।