ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে বাংলাদেশ শিক্ষক সমিতির অফিস উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, অক্টোবর ২৬, ২০১৬
ঝিনাইদহে বাংলাদেশ শিক্ষক সমিতির অফিস উদ্বোধন

ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিসের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জয়া রানী চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি এস এম আবু বক্কর, জেলার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মুনির হোসেন মুকুল, সাধারণ সম্পাদক সাব্দুল হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।