ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিএনজি স্টেশনে ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, অক্টোবর ২৬, ২০১৬
সিএনজি স্টেশনে ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক ও জনপথ অধিদফতরের অস্বাভাবিক ইজারা বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবি পূরণ না হলে আগামী ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন বুধবার (২৬ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।

বিজয় নগরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাসুদ খান বলেন, এই খাত টিকিয়ে রাখার জন্য আমরা গত কয়েক বছর ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ৩০ অক্টোবর সকাল ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের সিএনজি ফিলিং স্টেশন লাগাতার ধর্মঘট পালন করবে।

সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।